You are currently viewing গাকের সুরক্ষা কার্যক্রম পরিদর্শন করেন সুইজারল্যান্ড এ্যাম্বাসির ডেপুটি হেড অব কো-অপারেশন

গাকের সুরক্ষা কার্যক্রম পরিদর্শন করেন সুইজারল্যান্ড এ্যাম্বাসির ডেপুটি হেড অব কো-অপারেশন

  • Post author:
  • Post category:News

২২ সেপ্টেম্বর ২০২১ তারিখে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর কার্যক্রম পরিদর্শন করেছেন সুইজারল্যান্ড এ্যাম্বাসির ডেপুটি হেড অব কো-অপারেশন কোরিনী হেঞ্চোজ পিগনানী। পরিদর্শনের শুরুতে সংস্থার প্রধান কার্যালয়, গাক টাওয়ারে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সংস্থার নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। কোরিনী হেঞ্চোজ পিগনানী সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে এক সভায় অংশগ্রহণ করেন। এ সময় সুইচ এ্যাম্বাসির সিনিয়র প্রোগ্রাম অফিসার ড. সৈয়দা জিনিয়া রশিদ, সুইচ কন্টাক্ট এর কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান, সিনজেন্টা ফাউন্ডেশন ফর সাসটেইনেবল এগ্রিকালচার এর কান্ট্রি ডিরেক্টর মোঃ ফরহাদ জামিল, প্রজেক্ট ম্যানেজার আমিনূল মুবিন, ফিল্ড কো-অর্ডিনেটর শেখ তারিকুল ইসলাম, গ্রিন ডেল্টা ইন্সুরেন্স লিঃ এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শুভাশিষ বড়ুয়া, গাক এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক-সোস্যাল মোঃ রাশিদুল ইসলাম, পরিচালক-এমএফ পংকজ কুমার সরকার, পরিচালক-আইসিটি এন্ড আরএম রায়হানুস সাদাত, পরিচালক-এডমিন এন্ড মনিটরিং হজকিল মোঃ আবু হাসান এবং সুরক্ষা প্রকল্প সমন্বয়কারী সরদার জিয়া উদ্দিন উপস্থিত ছিলেন। উক্ত সভায় সুরক্ষা প্রকল্পের চতুর্থ বছরের কার্যক্রমের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।সভা শেষে অতিথিগণ ড. মোঃ মাহবুব আলম ও সরদার জিয়া উদ্দিন এর উপস্থাপনায় সুরক্ষা প্রকল্পের আওতায় বগুড়া জেলার শেরপুরে গ্রুপ লিডার মিটিং ও কৃষক মিটিং কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে কোরিনী হেঞ্চোজ পিগনানী সুরক্ষা প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা এবং মাঠ পর্যায়ের সমস্যা ও করণীয় নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেন।