You are currently viewing গাক’র প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী “ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ” অনুষ্ঠিত

গাক’র প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী “ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ” অনুষ্ঠিত

  • Post author:
  • Post category:News

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী “ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ” গত ২৩-২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। গাকে যোগদানকৃত নতুন ফিল্ড অফিসারদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সংস্থার সিনিয়র পরিচালক মহোদয় ড. মো: মাহবুব আলম। প্রশিক্ষণ কোর্সটি গাক’র ট্রেনিং কো-অর্ডিনেটর জনাব মো: কবীর উদ্দিন এর প্রত্যক্ষ ত্তত্বাবধানে পরিচালিত হয়। এছাড়াও সেশন পরিচালনা করেন গাজীপুর জোন-ইনচার্জ জনাব মোঃ আমজাদ হোসেন। কোর্সটির সমাপনী আনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র পরিচালক মহোদয় ড. মো: মাহবুব আলম। তিনি নতুন মাঠ কর্মকর্তাদের গাকে স্বাগত জানান। সেই সাথে সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।