You are currently viewing নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে আধুনিক সরন্জামাদী ক্রয়ে গাক কর্তৃক আর্থিক অনুদানের চেক প্রদান

নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে আধুনিক সরন্জামাদী ক্রয়ে গাক কর্তৃক আর্থিক অনুদানের চেক প্রদান

  • Post author:
  • Post category:News
নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে আধুনিক সরন্জামাদী ক্রয়ে গাক কর্তৃক আর্থিক অনুদানের চেক প্রদান
——————————————-
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ) এবং গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর অর্থায়নে বাস্তবায়নাধীন Rural Microenterprise Transformation Project (RMTP) প্রকল্পের আওতায় “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন” উপ-প্রকল্পের কর্মএলাকার নির্বাচিত মোট ৩৩ জন উদ্যোক্তাদের মাঝে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে আধুনিক সরন্জামাদী ক্রয়ের লক্ষে ৩,৯৩,৫০০ (তিন লক্ষ তিরানব্বই হাজার পাচঁশত টাকা) আর্থিক অনুদানের চেক প্রদান করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, সমন্বয়কারী-কমিউনিকেশনস এ্যন্ড ডকুমেন্টেশন সরদার জিয়া উদ্দিন, আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক ডাঃ জিয়াউর রহমানসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপ-প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের নিজস্ব অর্থায়নের পাশাপাশি সংস্থার আংশিক অনুদান হিসেবে ৩টি ফ্রিজ, ৬টি কাউ কমফোর্ট শেড, ৩টি সাইলেজ প্রর্দশনী প্লট, ৫টি ঘাসের প্রদর্শনী প্লট, ২টি ঘাসের ডিলার পয়েন্ট উন্নয়ন, ৩টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, ২টি ঘাস কাটার মেশিন, ২টি খর কাটা মেশিন, ৩টি মিল্ক ক্যান, ২টি অটোভ্যান, ১টি ক্রিমসেপারেটর মেশিন, ১টি কালেকশন পয়েন্ট উন্নয়ন এবং ১টি বুচারশপ আধুনিকায়নের মোট ৩৩টি চেক প্রদান করা হয়।