You are currently viewing গাক’র ঋণ কর্মসূচির ষ্টাফদের অটোমেশনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জি-ব্যাংকার সফটওয়ারের উপর প্রশিক্ষণ অনিষ্ঠিত

গাক’র ঋণ কর্মসূচির ষ্টাফদের অটোমেশনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জি-ব্যাংকার সফটওয়ারের উপর প্রশিক্ষণ অনিষ্ঠিত

  • Post author:
  • Post category:News

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর ঋণ কর্মসূচির ষ্টাফদের অটোমেশনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জি-ব্যাংকার সফটওয়ারের উপর দুই দিনব্যাপী ধারাবাহিকভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। গাক’র পরিচালক (আইসিটি এন্ড আরএম) জনাব মোঃ রায়হানুস সাদাত এর তত্বাবধানে কো-অর্ডিনেটর (ট্রেনিং) জনাব মোঃ কবির উদ্দীন এর পরিচালনায় শাখা ব্যবস্থাপক এবং এরিয়া ম্যানেজারদের অটোমেশনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জোন ভিত্তিক এই প্রশিক্ষণ চলমান রয়েছে। ইতোমধ্যে ৩ ব্যাচ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। গতকাল ১৯ মে ২০২৩ তারিখে গাক’র নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন উক্ত প্রশিক্ষণের সমাপনি সেশনে কম্পিউটার সফটওয়ারের উপর গুরুত্বারোপ করে বলেন আগামীতে ঋণ কর্মসূচি বাস্তবায়নে সফটওয়ার পরিচালনার বিকল্প নেই। সুতরাং প্রত্যেকেই সংস্থার জি-ব্যাংকার সফটওয়ার পরিচালনায় অভ্যস্ত হতে হবে। তিনি উল্লেখ করেন, আমরা আশা করছি এই প্রশিক্ষণ আপনাদের সফটওয়ার পরিচালনায় আরও দক্ষ করে তুলবে এবং সেইসাথে ক্ষুদ্রঋণ কর্মসূচি আরও বেগবান করতে সহায়ক হবে।