You are currently viewing আধুনিক ডেইরী মেকানইজেশনের ফলে বগুড়ার ডেইরী খামারীরা আর্থিকভাবে লাভবান হচ্ছে

আধুনিক ডেইরী মেকানইজেশনের ফলে বগুড়ার ডেইরী খামারীরা আর্থিকভাবে লাভবান হচ্ছে

  • Post author:
  • Post category:News

আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও পিকেএসএফ এর আর্থিক ও কাররিগরি সহায়তায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বাস্তবায়ন করছে আরএমটিপি প্রকল্প। প্রকল্পের সহায়তায় খামারী পর্যায়ে আধুনিক প্রশিক্ষণ এবং ডেইরী মেকানইজেশনের ফলে বগুড়ার ডেইরী খামারীরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা থেকেও মিলছে বাড়তি আয়।