You are currently viewing গাক’র রেইজ প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় ৫ দিন ব্যাপি ”জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” কার্যক্রম অনুষ্ঠিত

গাক’র রেইজ প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় ৫ দিন ব্যাপি ”জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” কার্যক্রম অনুষ্ঠিত

  • Post author:
  • Post category:News

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন রেইজ প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় “ছোট উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ” এই প্রতিপাদ্য সামনে রেখে ৫ দিন ব্যাপি ”জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” কার্যক্রম কনফারেন্স রুম, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষনের উদ্বোধন করেন পরিচালক (এমফ) পঙ্কজ কুমার সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীর উদ্দেশ্যে বলেন, দেশের স্বল্প শিক্ষিত স্বল্প আয়ের শিক্ষার্থীদের তাদের ব্যবহারিক কাজ হাতে নাতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিনত হওয়া যাতে তারা সবাই নিজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। স্বল্প আয়ের পরিবারের ছেলে মেয়েদের এ ধরনের প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ায় তিনি পিকেএসএফ ও সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ প্রদান করেন। উক্ত প্রশিক্ষণটি সঞ্চালন করেন জনাব কৃষিবিদ হাফিজার রহমান, প্রকল্প সমন্বয়কারী, রেইজ প্রকল্প, জনাব কবির উদ্দিন, সমন্বয়কারী, প্রশিক্ষণ বিভাগ, গাক। উক্ত প্রশিক্ষণটি সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। তিনি সকল প্রশিক্ষণার্থীদের সফল উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করেন।