প্রফেসর ড. এম হারুনুর রশিদ গাক ষ্টাফদের মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে দিক নির্দেশনা প্রদান

গত ১২ মে ২০২৩ তারিখে গাক উত্তরা অফিসের কনফারেন্স রুমে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ষ্টাফদের ১০ মে থেকে ১২ মে ২০২৩ পর্যন্ত ৩দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্টিত হয়। প্রশিক্ষণ চলাকালীন সময়ে ১১ মে ২০২৩ তারিখে বাংলাদেশ একাউন্টিং এ্যাসোসিয়েশন এর সম্মানিত চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের প্রাক্তন প্রফেসর ড. এম হারুনুর রশিদ উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করে ঋণ কর্মসূচির একাউন্টিং সিষ্টেম এবং সুপারভাইজড ক্রেডিট বিষয়ে প্রশিক্ষনার্থীদের মৌলিক ধারনা এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত সময়ে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। গাক’র কো-অর্ডিনেটর (ট্রেনিং) মোঃ কবির উদ্দিন এর পরিচালনায় উক্ত মৌলিক প্রশিক্ষণটি সুসম্পন্ন হয়।