জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের মাধ্যমে তথ্য উপাত্ত যাচাই এর জন্য এমআরএ এবং গাক’র মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর

অদ্য ১৮ অক্টোবর ২০২৩ তারিখে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর মধ্যে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের মাধ্যমে তথ্য উপাত্ত যাচাই এর জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। গাক’র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। উল্লেখ্য যে, বাংলাদেশ ব্যাংকের কারিগরি সহায়তায় এমআরএ কর্তৃক বাস্তবায়নাধীন Microfinance Credit Information Bureau (MF-CIB) এর কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক নির্বাচন কমিশনের সংরক্ষিত তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর সম্পাদিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ, নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ মাজেদুল হক, গাক’র পরিচালক (আইসিটি এন্ড আরএম) জনাব মোঃ রায়হানুস সাদাতসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।