You are currently viewing PACE প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

PACE প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

  • Post author:
  • Post category:News

আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় PACE প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন বিষয়ক উপ-প্রকল্পসমূহের শোভন কর্ম পরিবেশ উন্নয়ন কর্মশালা অদ্য ২১ মে ২০২৩ তারিখে গাক কনফারেন্স রুম, গাক টাওয়ার বগুড়ায় অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালা পিকেএসএফ এর ৫টি সহযোগী সংস্থা যথাক্রমে গাক, ওসাকা, শিশু নিলয়, ইপসা এবং ইউডিপিএস এর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, দেশের সম্ভাবনাময় পাচঁটি ক্ষুদ্র উদ্যোগ খাত যেমনঃ কৃষিযন্ত্রাংশ উৎপাদন ও বিপনন খাত, ইমিটেশন জুয়েলারী খাত, ডেইরী প্রক্রিয়াজাতকরণ খাত, মিনি গার্মেন্টস এবং পর্যটন এলাকায় রেস্টুরেন্ট খাত এর কর্মরত শ্রমিকদের শোভন কর্ম পরিবেশ উন্নয়নের লক্ষ্যে “Promoting Decent Work for MEs প্রকল্পটি কাজ করছে।

গাক’র পরিচালক (এমএফ) জনাব পংকজ কুমার সরকার এর সঞ্চালনায় সংস্থার সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন। পিকেএসএফ এর সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ হাবিবুর রহমান প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং সেইসাথে ৫টি অংশগ্রহণকারী সহযোগী সংস্থার অগ্রগতি পর্যালোচনা সাপেক্ষে সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নে দিক নিদের্শনা প্রদান করেন।