ওয়াক-ইন-ইন্টারভিউ গাক ইনস্টিটিউট অব টেকনোলজি
ওয়াক-ইন-ইন্টারভিউ গাক ইনস্টিটিউট অব টেকনোলজি
Overview
গ্রাম উন্নয়ন কর্ম (গাক) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি সুদীর্ঘ ৩০ বছর যাবত সমগ্র দেশে ১০ লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফাইন্যান্স কার্যক্রমসহ শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় সংস্থা কর্তৃক ২০২২ সালে গাক ইনস্টিটিউট অফ টেকনোলজি (জিআইটি) প্রতিষ্ঠিত করা হয়। উক্ত প্রতিষ্ঠানটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক মোট (১২) বারোটি ট্রেড/পেশার জন্য স্বীকৃতি পেয়েছে। গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জিআইটি) সবসময়ই দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করে যাচ্ছে। উক্ত প্রতিষ্ঠানে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের নিমিত্তে আগামী ২৪ অক্টোবর ২০২৫ তারিখে ওয়াক-ইন-ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অভিজ্ঞতার সনদের ফটোকপিসহ আগামী ২৪ অক্টোবর ২০২৫ তারিখ শুক্রবার সকাল ০৯ ঘটিকার মধ্যে জীবনবৃত্তান্ত জমা দেয়া ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নলিখিত ঠিকানায় সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনেঃ ০১৭০৮-৪২১২১০।
পরীক্ষার স্থানঃ গাক প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া।
এমআরএ সনদ নং-০২৭৬১-০৩১৯৬-০০২৭৩, সংস্থা সম্পর্কে বিস্তারিত জানতে www.guk.org.bd অথবা www.facebook.com/guk.org.bd ভিজিট করুন।
Job Nature
Educational Requirements
পদবীঃ ট্রেড ইন্সট্রাকটর (Caregiving), গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জিআইটি)
খালি পদঃ ৪
শিক্ষাগত যোগ্যতাঃ
-স্নাতক বা সমমান/ ডিপ্লোমা ইন নার্সিং/মেডিকেল এ্যাসিসটেন্ট (বিঃদ্রঃ NSDA এর কেয়ারগিভিং স্কিল লেভেল ২ ও ৩ এর সকল পার্ট সম্পন্ন করা থাকতে হবে)। -CBT&A লেভেল ৪ এ সার্টিফাইড প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর।
পদবীঃ ট্রেড ইন্সট্রাকটর (Digital Marketing for Freelancing, Level 3), গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জিআইটি)
খালি পদঃ ২
শিক্ষাগত যোগ্যতাঃ
-স্নাতক বা সমমান/ ডিপ্লোমা (বিঃদ্রঃ NSDA এর স্কিল লেভেল সম্পন্ন করা থাকতে হবে)। -CBT&A লেভেল ৪ এ সার্টিফাইড প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর।
পদবীঃ ট্রেড ইন্সট্রাকটর (Computer Operation, Level 3), গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জিআইটি)খালি পদঃ ২
শিক্ষাগত যোগ্যতাঃ
-স্নাতক বা সমমান/ ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স (বিঃদ্রঃ NSDA এর স্কিল লেভেল সম্পন্ন করা থাকতে হবে)। -CBT&A লেভেল ৪ এ সার্টিফাইড প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর।
Experience Requirements
Salary
How to Apply
E-mail your CV to [email protected] send hard copy to the above-mentioned address before deadline.