গাক এর আয়োজনে শেখ রাসেল দিবস পালন

দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী পালিত হচ্ছে ‘শেখ রাসেল দিবস ২০২১’। দিবসটি উদযাপন উপলক্ষ্যে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) দিনব্যাপী নানা ধরণের কর্মসূচি গ্রহণ করেছে। সংস্থার গাবতলী ও সারিয়াকন্দি উপজেলায় বিভিন্ন প্রকল্পের আওতায় আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, উন্নয়নে যুব সমাজ ও কৈশোরদের সাথে আলোচনা সভা এবং দরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। দিবসের অংশ হিসেবে সংস্থার প্রধান কার্যালয়ে উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ড. মোঃ মাহবুব আলম, সিনিয়র পরিচালক, গাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ন খালেদ, পরিচালক (অভ্যান্তরীণ নিরীক্ষা), মোঃ রায়হানুস-সা-আদাত, পরিচালক (আইসিটি এ্যান্ড আরএম), মোঃ মোবারক হোসেন তালুকদার, পরামর্শক, মোঃ আনিছুর রহমান, যুগ্ম পরিচালক, গাক ও সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। সরদার জিয়া উদ্দিন, সমন্বয়কারী (কমিউনিকেশন ও ডকুমেন্টেশন) এর সঞ্চালনায় আলোচনা সভায় শেখ রাসেলের স্মৃতিচারণ করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে বাদ আছর গাক টাওয়ারে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।