গাক’র আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ এর শুভ উদ্বোধন

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর আয়োজনে প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় “মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫” এর শুভ উদ্বোধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। উদ্বোধন কালে তিনি বলেন, সারাদেশের সকল শাখা সমূহের মাধ্যমে লক্ষাধিক সদস্যের মাঝে মাসব্যাপী এ কর্মসূচি চলমান থাকবে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধ, পরিবশের ভারসাম্য রক্ষা ও পুষ্টি সরবরাহ বিবেচনায় নিয়ে সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের ৪টি করে চারা বিতরণ করা হয়। উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, যুগ্ম পরিচালক মোঃ রবিউল ইসলাম, সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার, প্রশাসনিক কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক সহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।