গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক আয়োজিত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ বিষয়ে প্রধান কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাক’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর নীতি ও নৈতিকতাকে ধারন করে সবাইকে দেশের উন্নয়নে কাজ করার পরামর্শ দেন। উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (প্রশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষা) মোঃ হুমায়ুন খালেদ, যুগ্ম পরিচালক মোঃ রাফিউল ইসলাম, খোরশেদ আলম, পরামর্শক মোঃ মোবারক হোসেন তালুকদার, উপ-পরিচালক মোঃ আরমান হোসেন সহ সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।