You are currently viewing বিশ্বব্যাংক এর প্রতিনিধি কর্তৃক বগুড়ায় গাক এর রেইজ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

বিশ্বব্যাংক এর প্রতিনিধি কর্তৃক বগুড়ায় গাক এর রেইজ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

  • Post author:
  • Post category:News

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন রেইজ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন বিশ্বব্যাংক এর সিনিয়র সোশ্যাল প্রোটেকশন ইকোনমিস্ট ও RAISE টাস্ক টিম লিডার আনিকা রহমান এবং অপারেশনস কনসালটেন্ট, সোশ্যাল প্রোটেকশন এ্যান্ড জবস নুশীন সোবহান। এ সময় পিকেএসএফ এর মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও প্রকল্প সমম্বয়কারী (রেইজ) জনাব দিলীপ কুমার চক্রবর্তী, ডিপিসি জনাব গোলম জিলানী, পিএম বেলাল হোসেন ও কাজী মশরুর উল আলম, গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (এমএফ-১) জনাব পংকজ কুমার সরকার, যুগ্ম-পরিচালক রবিউল ইসলাম সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ রেইজ প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন ধরণের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে গাক’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় প্রতিনিধিগণ গাক’র রেইজ প্রকল্পের কার্যক্রমের ভূয়সী প্রশংসা এবং সন্তোষ্ঠি প্রকাশ করেন।