You are currently viewing সিনিয়র কৃষিবিদবৃন্দ কর্তৃক গাক এর কার্যক্রম পরিদর্শন!

সিনিয়র কৃষিবিদবৃন্দ কর্তৃক গাক এর কার্যক্রম পরিদর্শন!

  • Post author:
  • Post category:News

ঢাকা থেকে আগত সিনিয়র কৃষিবিদ প্রফেসর ড. গোলাম শাহি আলম (সন্মানিত সদস্য, বাংলাদেশ এ্যাক্রিডিটেশন কাউন্সিল ও গাক’র উপদেষ্টা পরিষদের সদস্য), কৃষিবিদ আবদুল্লাহ আল বাকী (সাবেক পরিচালক, বিএডিসি), কৃষিবিদ সাইফুল ইসলাম খান চৌধুরী, (সাবেক পরিচালক, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন) এবং কৃষিবিদ জামাল আহমেদ চৌধুরী (সাবেক ব্যবস্থাপক, বাংলাদেশ চা বোর্ড) গত ১৩-১৪ জুন ২০২৩ গাক’র প্রধান কার্যালয়, গাক চক্ষু হাসপাতাল, জি-গ্যালোর সহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং তাঁরা গাক এর উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। সিনিয়র কৃষিবিদবৃন্দ গত সন্ধায় বগুড়ায় পৌঁছালে বগুড়ার সন্মানিত পুলিশ সুপার কৃষিবিদ সুদীপ কুমার চক্রবর্তী’র নেতৃত্বে একদল কৃষিবিদ তাঁদের স্বাগত জানান। সন্মানিত কৃষিবিদদের পরিদর্শনকালে গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (প্রশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষা) মোঃ হুমায়ুন খালেদ , পরিচালক (মনিটরিং ও রিভিউ) হজকিল মোঃ আবু হাসান, পরিচালক (মেডিকেল) ডাঃ এইচ.এস.এম. রেজাউন্নবী এবং পরিচালক (এসএমএপি) মোঃ আবু রায়হান মিয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।