ওয়াক-ইন-ইন্টারভিউ, জুনিয়র ফিল্ড অফিসার, ফিল্ড অফিসার এবং সিনিয়র ফিল্ড অফিসার
ওয়াক-ইন-ইন্টারভিউ, জুনিয়র ফিল্ড অফিসার, ফিল্ড অফিসার এবং সিনিয়র ফিল্ড অফিসার
Overview
গ্রাম উন্নয়ন কর্ম (গাক) জাতীয় পর্যয়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি সুদীর্ঘ ৩০ বছর যাবত সমগ্র দেশে ১০ লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফাইন্যান্স কার্যক্রমসহ শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থার চলমান মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত পদে আগামী ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ওয়াক-ইন-ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রার্থী পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি সহ আগামী ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শুক্রবার সকাল ০৯ ঘটিকার মধ্যে আবেদনপত্র জমা দেয়া ও পরীক্ষায় অংশগ্রহনের জন্য নিম্নলিখিত ঠিকানায় সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
পরীক্ষার স্থানঃ বাঁচতে শেখা, শহীদ মশিউর রহমান সড়ক, আরবপুর, যশোর।
এমআরএ সনদ নং-০২৭৬১-০৩১৯৬-০০২৭৩, সংস্থা সম্পর্কে বিস্তারিত জানতে www.guk.org.bd অথবা www.facebook.com/guk.org.bd ভিজিট করুন।
Responsible For
- সদস্য জরিপ, সদস্য ভর্তি, ঋণী সদস্য ও ঋণের খাত নির্বাচন, ঋণ প্রস্তাব, ঋণ বিতরণ, সঞ্চয় ও কিস্তি আদায় করা ইত্যাদি।
Job Nature
Educational Requirements
- জুনিয়র ফিল্ড অফিসারঃ এইচএসসি/সমমান।
- ফিল্ড অফিসারঃ স্নাতক/সমমান।
- সিনিয়র ফিল্ড অফিসারঃ স্নাতক/সমমান।
Salary
- জুনিয়র ফিল্ড অফিসারঃ ৬ মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন ১৬,০০০/- টাকা। চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ৩১,৩০৪/- টাকা। মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন।
- ফিল্ড অফিসারঃ ৬ মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন ১৮,০০০/- টাকা। চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ৩৪,১২০/- টাকা। মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন।
- সিনিয়র ফিল্ড অফিসারঃ মাসিক বেতনভাতা সর্বসাকুল্যে ৩৯,৬৫৩/- টাকা। প্রার্থীর মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে ফিল্ড অফিসার পদে নূন্যতম ৫ বছর কাজ করার অভিজ্ঞতা খাকতে হবে।
Other Benefits
- বছরে ৩টি উৎসব ভাতা, সিপিএফ, গ্রাট্যুইটি, দূরত্ব ভাতা, সিটি এলাউন্স, লীভ এনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত এবং দুর্ঘটনাজনিত বীমা, একক আবাসন সুবিধা প্রাপ্য হবেন। চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ১২,০০০/- টাকা জামানত হিসেবে জমা দিতে হবে, যা চাকুরি শেষে ফেরত দেয়া হবে।
How to Apply
E-mail your CV to [email protected] send hard copy to the above-mentioned address before deadline.