You are currently viewing পিকেএসএফ ও ইফাদ সুপারভিশন মিশন টীম গাক কর্তৃক বাস্তবায়নাধীন “আরএমটিপি প্রকল্প” পরিদর্শন।

পিকেএসএফ ও ইফাদ সুপারভিশন মিশন টীম গাক কর্তৃক বাস্তবায়নাধীন “আরএমটিপি প্রকল্প” পরিদর্শন।

  • Post author:
  • Post category:News

পিকেএসএফ ও ইফাদ সুপারভিশন মিশন টীম গাক কর্তৃক বাস্তবায়নাধীন “আরএমটিপি প্রকল্প” পরিদর্শন।

————————————————————

পিকেএসএফ ও ইফাদ সুপারভিশন মিশন টীম গাক কর্তৃক বাস্তবায়নাধীন “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন ভেল্যুচেইন উপ-প্রকল্প” এর বিভিন্ন কার্যক্রম গত ১ নভেম্বর ২০২২ থেকে ৩ নভেম্বর ২০২২ পর্যন্ত পরিদর্শন করেন। উক্ত পরিদর্শন টীমে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর সিনিয়র মহাব্যবস্থাপক ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম, ইফাদ সুপারভিশন মিশন টীম লিডার জনাব দেওয়ান আলমগীর, মিঃ জেনস ক্রিষ্টেনসেন, মিজ মারিয়েল জিমারম্যান, প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং পিকেএসএফ এর সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাবৃন্দ। উক্ত পরিদর্শন কার্যক্রমে সহায়তা করেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, সমন্বয়কারী সরদার জিয়াউদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক ডাঃ জিয়াউর রহমানসহ আরএমটিপি প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনের প্রথম দিনে পিকেএসএফ এবং ইফাদ সুপারভিশন মিশন টীম গাক’র সিনিয়র ম্যানেজমেন্ট টীম এর সাথে মতবিনিময় করেন এবং উত্তরাঞ্চলের প্রকল্প বাস্তবায়নকারী ১২টি সহযোগী সংস্থার সাথে গাক প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এক আলোচনা সভায় মিলিত হন। প্রকল্পের আওতায় গাক কর্তৃক বাস্তবায়িত বানিজ্যিকভাবে উৎপাদিত ভার্মি কম্পোষ্ট, পল্লী মিট এন্ড এগ (মাংস প্রক্রিয়াজাতকরন প্ল্যান্ট), মিনি চিলিং প্ল্যান্ট, কৃষক দল, আঞ্চলিক ভেটেরেনারী ল্যাব ও সার্ভিস সেন্টার এবং দুগ্ধজাত পন্যের বহুমূখীকরণ কারখানা (শেরপুর দই ঘর) পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ইফাদ টীমের সদস্যগন গাক’র নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এর সাথে মতবিনিময়কালে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন।