বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ২২/০৯/২৪
উদ্যোক্তা পর্যায়ে সোশ্যাল মিডিয়া ভিত্তিক মার্কেটিং সংক্রান্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পাদনে পরামর্শক প্রতিষ্ঠান/ব্যক্তি পরামর্শক নিয়োগ বিজ্ঞপ্তি
International Fund for Agricultural Development (IFAD) এবং DANIDA’র যৌথ অর্থায়নে পিকেএসএফ RMTP-Poultry নামক উপ-প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি ক্ষুদ্র উদ্যোগের আর্থিক পরিষেবা সম্প্রসারণের পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর এবং নিরাপদ ও পুষ্টিমান সমৃদ্ধ প্রাণিসম্পদ উৎপাদনের সাথে জড়িত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, উদ্যোক্তা এবং অন্যান্য মার্কেট অ্যাক্টরদের আয়বৃদ্ধির জন্য কাজ করছে। একই সাথে পণ্যের তুলনামূলক সুবিধা এবং কৃষিভিত্তিক পণ্যের বাজার সম্প্রসারণের জন্য উপ-প্রকল্পভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করছে। এ উপ-প্রকল্পের আওতায় উৎপাদিত পণ্যের ব্র্যান্ড ইমেজ তৈরির পাশাপাশি পণ্য প্রক্রিয়াজাতকরণ, সনদায়ন, বিপণন এবং রপ্তানি পণ্য বৃদ্ধিকরণ করা হচ্ছে। এ পর্যায়ে, পণ্যসমূহকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমনঃ ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহার করে ব্রান্ডিং কার্যক্রম সম্পাদনের নিমিত্ত উদ্যোক্তাদেরকে সোশ্যাল মিডিয়া ভিত্তিক মার্কেটিং বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতি ব্যাচের আওতায় নির্দিষ্ট সংখ্যক উদ্যোক্তাদেরকে ১দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পাদনে পরামর্শক প্রতিষ্ঠান/ব্যক্তি পরামর্শক নিয়োগ করা হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
▇▇ ১) পরামর্শক প্রতিষ্ঠান (জাতীয়)
২) টিম কম্পোজিশন (ডিজিটাল মার্কেটিং সংশ্লিষ্ট পরামর্শক=৬-১০ জন) অথবা,
▇▇ ব্যক্তি পরামর্শকের যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক. শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতক পাশ হতে হবে।
খ. অভিজ্ঞতা:
গ) বৈষয়িক দক্ষতাঃ নিম্নোক্ত বিষয়সমূহে দক্ষতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
ঘ) কম্পিউটার স্কিলঃ পরামর্শকের উপরোক্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের জন্য প্রয়োজনীয় কম্পিউটার স্কিল যেমনঃ মাইক্রোসফট অফিস, গ্রাফিক্স বিষয়ক সফটওয়্যার ইত্যাদি চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
ঙ) বয়স: সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।
পরামর্শক নির্বাচন পদ্ধতিঃ
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ অনুসারে পরামর্শক নির্বাচন করা হবে।
আবেদনের শেষ তারিখঃ ৩০/০৯/২০২৪ ইং
আগ্রহী প্রার্থীকে আগামী ৩০/০৯/২০২৪ ইং অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র গ্রাম উন্নয়ন কর্ম (গাক) আরএমটিপি পোল্ট্রি প্রকল্প অফিস (এজাজ হাউজিং, গাক টাওয়ারের পূর্ব পার্শ্বে, বনানী, বগুড়া) প্রকল্প ব্যবস্থাপক বরাবর প্রেরণ করতে হবে।
বিস্তারিত তথ্য জানতে যোগাযোগঃ
ToR (Terms of Reference) সহ অন্যান্য তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে উপরে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য আহবান জানানো যাচ্ছে।
আবেদনের শেষ তারিখঃ ৩০/০৯/২৪
E-mail your CV to [email protected] send hard copy to the above-mentioned address before deadline.