Published on: Sep 1, 2024
বগুড়ায় পোল্ট্রি ডায়াগনস্টিক ল্যাব স্থাপনের উদ্যোক্তা খুজছে গাক
গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত আরএমটিপি-পোল্ট্রি প্রকল্পের আওতায় বেসরকারী পর্যায়ে পোল্ট্রি খামারীদের পোল্ট্রির রোগ নির্ণয়, প্রয়োজনীয় টেষ্টিং সুবিধা প্রদানপূর্বক খামার ব্যবস্থাপনা উন্নয়ন ও কারিগরী সেবা প্রদানের লক্ষ্যে পোল্ট্রি ডায়াগনস্টিক ল্যাব স্থাপনের উদ্যোক্তার আবেদন আহবান করা হচ্ছে।
পোল্ট্রি ডায়াগনস্টিক ল্যাব স্থাপনের স্থানঃ বগুড়া জেলার সদর উপজেলা, শাজাহানপুর, কাহালু ও নন্দীগ্রাম উপজেলা।
ডায়াগনস্টিক ল্যাবের উদ্যোক্তা নির্বাচন প্রক্রিয়া ও শর্তঃ
গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’র আরএমটিপি-পোল্ট্রি প্রকল্পের বাজেট অনুযায়ী ল্যাব স্থাপনের যন্ত্রপাতি ক্রয়ের জন্য আংশিক অনুদান প্রদান করা হবে।
বিস্তারিত জানতেঃ প্রকল্প ব্যবস্থাপক, মোবাইলঃ ০১৭২১-৯০৩৭৫৮ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাঃ ০১৭০৮-৪২১০০৮।
Application Deadline: 10 September 2024
E-mail your CV to [email protected] send hard copy to the above-mentioned address before deadline.