গ্রাম উন্নয়ন কর্ম (গাক) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি সুদীর্ঘ ৩০ বছর যাবত সমগ্র দেশে ১০ লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফাইন্যান্স কার্যক্রমসহ শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থার চলমান মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত পদে আগামী ১৪ নভেম্বর ২০২৫ তারিখে ওয়াক-ইন-ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অভিজ্ঞতার ফটোকপিসহ আগামী ১৪ নভেম্বর ২০২৫ তারিখ শুক্রবার সকাল ০৯ ঘটিকার মধ্যে জীবনবৃত্তান্ত জমা দেয়া ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নলিখিত ঠিকানায় সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনেঃ ০১৭০৮-৪২১২১০, ০১৭৩৩-৩৬৮৮২৫, ০১৭৩৩-৩৬৮৩৭৪।
পরীক্ষার স্থানঃ গাক প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া।
এমআরএ সনদ নং-০২৭৬১-০৩১৯৬-০০২৭৩, সংস্থা সম্পর্কে বিস্তারিত জানতে www.guk.org.bd অথবা www.facebook.com/guk.org.bd ভিজিট করুন।
কর্মীদের আদায়কৃত টাকা গ্রহণ করে দৈনিক আদায় বহিতে (ডে-বুক) এবং সফট্ওয়ারে পোষ্টিং দেওয়া।
ঋণ বিতরণ, আদায় এবং সঞ্চয় ফেরত সংক্রান্ত নথি সংরক্ষণ করা।
এনআইডি ভেরিফিকেশন এবং বিতরণকৃত ঋণ অনুমোদন যাচাই করা।
শাখার মাসিক AIS প্রতিবেদন তৈরী করা।
কম্পিউটারের মাধ্যমে ই-মেইলে যোগাযোগ নিশ্চিত করা।
দৈনিক বকেয়া রিপোর্ট প্রস্তুত করা।
শাখার কার্যক্রম তদারকিতে শাখা ব্যবস্থাপককে সহযোগীতা করা ইত্যাদি।
স্নাতক (হিসাববিজ্ঞান)/স্নাতকোত্তর (হিসাববিজ্ঞান)
বয়সঃ সর্বোচ্চ ৩৫
৬ মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন ১৮,০০০/- টাকা। চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকূল্যে ২৯,০২০/- টাকা। জাতীয় পর্যায়ের এনজিওতে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ১ বছর কাজ করার অভিজ্ঞতা (যদি থাকে) থাকলে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন।
E-mail your CV to [email protected] send hard copy to the above-mentioned address before deadline.