বগুড়ায় পোল্ট্রি ডায়াগনস্টিক ল্যাব স্থাপনের উদ্যোক্তা খুজছে গাক
বগুড়ায় পোল্ট্রি ডায়াগনস্টিক ল্যাব স্থাপনের উদ্যোক্তা খুজছে গাক
Overview
Published on: Sep 1, 2024
বগুড়ায় পোল্ট্রি ডায়াগনস্টিক ল্যাব স্থাপনের উদ্যোক্তা খুজছে গাক
গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত আরএমটিপি-পোল্ট্রি প্রকল্পের আওতায় বেসরকারী পর্যায়ে পোল্ট্রি খামারীদের পোল্ট্রির রোগ নির্ণয়, প্রয়োজনীয় টেষ্টিং সুবিধা প্রদানপূর্বক খামার ব্যবস্থাপনা উন্নয়ন ও কারিগরী সেবা প্রদানের লক্ষ্যে পোল্ট্রি ডায়াগনস্টিক ল্যাব স্থাপনের উদ্যোক্তার আবেদন আহবান করা হচ্ছে।
পোল্ট্রি ডায়াগনস্টিক ল্যাব স্থাপনের স্থানঃ বগুড়া জেলার সদর উপজেলা, শাজাহানপুর, কাহালু ও নন্দীগ্রাম উপজেলা।
ডায়াগনস্টিক ল্যাবের উদ্যোক্তা নির্বাচন প্রক্রিয়া ও শর্তঃ
- সহজে যাতায়াত করা যায়, রাস্তার পার্শ্বে, পর্যাপ্ত জায়গা রয়েছে এমন বাণিজ্যিক এলাকায় ল্যাব স্থাপন করতে হবে;
- উদ্যোক্তাকে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান হতে হবে। মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ভাইরোলজি ইত্যাদি বিষয়ে এমএস রয়েছে এমন ব্যাক্তি অগ্রাধিকার পাবেন;
- নতুন ভাবে স্থাপন অথবা পুরাতন পেট ডায়াগনস্টিক ল্যাবেও এ ধরণের নতুন সেবা চালু করা যাবে;
- ল্যাব পরিচালনায় দক্ষ জনবল থাকতে হবে;
- উপপ্রকল্পের সাথে সমন্বয়ের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে ল্যাবের (নতুন ও পুরাতন) প্রয়োজনীয় সনদ গ্রহণ অতিরিক্ত যোগ্যতা হিসেবে গৃহীত হবে;
- সম্পূর্ণ প্রতিযোগিতার ভিত্তিতে সর্বোচ্চ যোগ্য ও অভিজ্ঞ উদ্যোক্তাকে নির্বাচিত করা হবে।
- এই বিজ্ঞপ্তির শর্তের যে কোন ধারা পরিবর্তন, সংযোজন ও বিয়োজনের ক্ষমতা গাক কর্তৃপক্ষ রাখে।
গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’র আরএমটিপি-পোল্ট্রি প্রকল্পের বাজেট অনুযায়ী ল্যাব স্থাপনের যন্ত্রপাতি ক্রয়ের জন্য আংশিক অনুদান প্রদান করা হবে।
- আগ্রহী উদ্যোক্তাকে আগামী ১০/০৯/২০২৪ ইং অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র গ্রাম উন্নয়ন কর্ম (গাক) আরএমটিপি পোল্ট্রি প্রকল্প অফিস (এজাজ হাউজিং, গাক টাওয়ারের পূর্ব পার্শ্বে, বনানী, বগুড়া) প্রকল্প ব্যবস্থাপক বরাবর প্রেরণ করতে হবে।
বিস্তারিত জানতেঃ প্রকল্প ব্যবস্থাপক, মোবাইলঃ ০১৭২১-৯০৩৭৫৮ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাঃ ০১৭০৮-৪২১০০৮।
Application Deadline: 10 September 2024
Job Nature
Job Location
How to Apply
E-mail your CV to hr@guk.org.bd send hard copy to the above-mentioned address before deadline.