গাক’র আরএমিটিপি প্রকল্পের আওতায় সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়িতে মডেল জবাইখানার শুভ উদ্বোধন

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডানিডা, পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় “নিরাপদ মাংস এবং দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” উপ-প্রকল্পের আওতায়” সারিয়াকান্দি উপজেলাধীন হাটফুলবাড়িতে ‘মডেল জবাইখানা” স্থাপন করা হয়। নিরাপদ ও স্বাস্থ্য সম্মত উপায়ে কসাই এর মাধ্যমে প্রাণী জবাই এর উদ্দেশ্যে উদ্যোক্তা মাসুদ রানার তত্ত্বাবধানে উক্ত জবাইখানাটি পরিচালিত হবে। […]