Posted time October 12, 2022 Location Bogura

পদ সংখ্যাঃ ১টি

 

ভূমিকাঃ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইফাদ এর অর্থায়নে পরিচালিত Rural Microenterprise Transformation Project (RMTP) এর আওতায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন “নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের (তিন বছর মেয়াদী) জন্য উল্লেখিত পদে জরুরী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট দরখাস্ত আহবান করা যাচ্ছে।

 

উক্ত পদের দায়িত্বাবলীঃ

  • প্রজেক্টের কর্মপরিকল্পনা তৈরি করা ও সে অনুযায়ী কার্য সম্পাদনে যথাযথ সহায়তা প্রদান করা।
  • প্রজেক্টের মাঠ পর্যায়ে সকল প্রকার তথ্য উপাত্ত প্রস্তুত করা।
  • মাঠ পর্যায়ের কর্মীদের প্রকল্পের লক্ষ্য অর্জনে বাৎসরিক কর্মপরিকল্পনা অনুযায়ী এলাকা ভিত্তিক লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা প্রদান করা। প্রকল্পের ফলাফল অর্জনে মাঠে কমপক্ষে ৫০% সময় দেয়া
  • উদ্যোক্তাদের প্রোফাইল তৈরী, সার্ভিস প্রভাইডার ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ আয়োজন, প্রশিক্ষণ মনিটরিং ও প্রত্যাশিত ফলাফল পর্যালোচনাপূর্বক ব্যবস্থা গ্রহণ করা।
  • দেশি মুরগি পালনের সেবার মান উন্নয়নে বিভিন্ন কোম্পানীর সাথে সমঝোতার মাধ্যমে ইনপুট মার্কেট জোড়দারকরণে পদক্ষেপ গ্রহণ করা।
  • দেশি মুরগির উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও উৎপাদিত পণ্যের বাজারজাত করণে কার্যকরী ভূমিকা রাখা।
  • প্রকল্পের বেসলাইন, মিডটার্ম রিভিউ ও ইন্ডলাইন সার্ভে নিশ্চিত করে প্রতিবেদন তৈরী করতে সহায়তা করা।
  • আর্থিক সমন্বয় ও পুনঃভরণ কাজে হিসাব বিভাগকে সহায়তা করা।
  • পিকেএসএফ, সরকারী বেসরকারী এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা।
  • প্রকল্পের সকল প্রকার রেকর্ড সংরক্ষণ করা এবং প্রকল্পের নির্দেশনা অনুযায়ী অন্যান্য কার্যাদি সময় ও গুনগত মান বজায় রেখে সম্পাদন করা।
  • মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক রিপোর্ট তৈরী করা এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।

 

চাকরির ধরনঃ ফুল টাইম

 

শিক্ষাগত যোগ্যতাঃ

  • Doctor of Veterinary Medicine (DVM)/ B.Sc (Hons) in Animal Husbandry.
  • ভেটেরিনারী/এনিম্যাল হাসবেন্ডরী ফ্যাকালটির যে কোন বিভাগ হতে মাস্টারস ডিগ্রীধারীগণ অগ্রাধিকার পাবেন।
  • ভেল্যুচেইন উন্নয়ন বিশেষ করে পোল্ট্রী ভেল্যুচেইন উন্নয়ন প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হলেও আবেদন করতে পারবেন।

বয়সঃ ৩৫-৪৫ বছর

 

অভিজ্ঞতাঃ

  • দেশি মুরগি পালনের উপকরণ ও সার্ভিসের সাপ্লাই চেইন ব্যবস্থাপনা এবং উৎপাদিত পণ্যের প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণ বিষয়ে ৫ থেকে ৭ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্রকল্পের অগ্রগতি রিপোট প্রস্তুতের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
  • কম্পিউটারের অফিস প্রোগ্রামে ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

 

কর্মস্থলঃ  বগুড়া।

 

বেতনঃ

  • টাকা ৫৫,০০০ (মাসিক)
  • প্রকল্পের বরাদ্দকৃত বাজেট অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।

 

সুযোগ-সুবিধাসমূহ

  • উৎসব ভাতাঃ বছরে ৩টি (বৈশাখী বোনাসসহ)।
  • মোটরসাইকেলের জ্বালানী, মোবাইল বিল, যাতায়াত বিল/ভাতা।

 

আবেদনের নিয়মঃ

আগ্রহী প্রার্থীদের সমন্বয়কারী, মানবসম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), গাক টাওয়ার, বনানী, বগুড়া-৫৮০০ বরাবরে সরাসরি/ডাক/কুরিয়ারে প্রেরণ/দাখিল অথবা career@guk.org.bd ই-মেইল প্রেরণ করতে হবে।

 

আবেদনের শেষ তারিখঃ ১৯ অক্টোবর, ২০২২

This job is Expired